ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ন্যাটোর সরবরাহ পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

ইসলামাবাদ: পাকিস্তান বৃহস্পতিবার আফগানিস্তানে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ একটি পথ বন্ধ করে দিয়েছে। ন্যাটোর বিমান হামলায় তিন পাকিস্তানী সেনা নিহত হওয়ার কয়েক ঘন্টা পর এ পদক্ষেপ নিলো দেশটি।



উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশে তরখাম সীমান্তের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তের নিরাপত্তা চৌকিতে সব ধরনের তেলবাহী ট্যাঙ্ক ও ট্রাকের গতিরোধ করে। পাকিস্তানের দানইয়া টিভি এ তথ্য জানায়।

পাকিস্তানের কুররাম জেলার মানদাতো খানদো চৌকিতে বৃহস্পতিবার সকালে ন্যাটোর বিমান হামলায় দেশটির তিন সেনা নিহত ও অপর তিনজন আহত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

নিহত ও আহত সবাই আধা সামরিক বাহিনীর সদস্য এবং সীমান্ত পাহারা দেওয়ার জন্য তাদের সেখানে নিয়োগ দেওয়া হয়।

এ বাহিনীর জেষ্ঠ্য এক কর্মকর্তার বরাত দিয়ে ডিপিএ বলে, ‘এ ধরনের আগ্রাসী আচরণের পরিপ্রেক্ষিতে আমাদের বাহিনী খুব দ্রুতই যথাযথ পদক্ষেপ নেবে এবং খুব শিগগিরই তা জনগণকে জানানো হবে। ’

এক সপ্তাহেরও কম সময়ে পাকিস্তানী ভূখন্ডে এটা ন্যাটোর তৃতীয় হামলার অভিযোগ। তবে প্রথম হামলাটি ছিলো সেনাবাহিনীর উপর।
    
পাকিস্তান তাদের ভুখন্ডে এ ধরনের হামলার কঠোর সমালোচনা করাসহ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়।

সাম্প্রতিক এ ঘটনার মধ্য দিয়ে পাকিস্তান, আফগানিস্তান সীমান্ত নিয়ে দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।