ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৭০ লাখের বেশি শিশু ক্ষতির শিকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৭০ লাখের বেশি শিশু ক্ষতির শিকার

গেল সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় ৭০ লাখের বেশি শিশু ক্ষতির শিকার হয়েছে।  জাতিসংঘের শিশু সংস্থা এমনটি বলেছে।

সংস্থাটি বলছে, এটি ভয়ের যে, অনেক শিশু মারা গেছে।

ইউনিসেফের প্রতিবেদন বলছে, সব মিলিয়ে কত শিশু এই দুর্যোগের শিকার তা স্পষ্ট নয়। ৪৬ লাখ শিশু তুরস্কের ১০টি প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সিরিয়ায় ২৫ লাখের বেশি শিশু ক্ষতির শিকার হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনেক পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে। এখন তারা ক্ষণস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। হিমশীতল তাপমাত্রার সঙ্গে তুষার ও বৃষ্টি তাদের ভোগান্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে।  

নিরাপদ পানি ও স্যানিটেশন প্রধান উদ্বেগের বিষয়। ক্ষতিগ্রস্ত লোকজনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন।  

৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক ভবন ভেঙে পড়ে। বহু মানুষ হতাহত হন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ