ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২৪ ঘণ্টার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাবেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
২৪ ঘণ্টার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাবেন ট্রাম্প!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যেই থামিয়ে দিতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি।

ট্রাম্প দাবি করেছেন, তার মধ্যস্থতা দিয়েই মাত্র একদিনে এই যুদ্ধের ইতি টানা সম্ভব।

তবে কীভাবে কাজ সম্ভব করা হবে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

তার মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনি আলাপ করলেই বিষয়টা বেশ সহজ হয়ে যেত।

ট্রাম্প বলেছেন, ‌‘যদি এই সমস্যা সমাধান না হয়। আমি পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলে ২৪ ঘণ্টার মধ্যেই এই সমস্যার সমাধান দেবো। তবে আমি আপনাকে বলতে চাই না কীভাবে সেটা করবো। ’

‘তবে এই সমঝোতা বেশ সহজ। আমি এটা একদিনের মধ্যেই সমাধান করতে পারবো। ’

সাক্ষাৎকারে ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়েও কথা বলেন ট্রাম্প।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।