ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সন্তানদের নিয়ে ৮০০ কিলোমিটার পথ হাঁটলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, আগস্ট ৩১, ২০২৫
সন্তানদের নিয়ে ৮০০ কিলোমিটার পথ হাঁটলেন বাবা ছবি: প্রতীকী

সন্তানদের দৃঢ়তা ও সহনশীলতার শিক্ষা দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন চীনের এক বাবা। নিজের দুই সন্তানকে নিয়ে তিনি ৩১ দিনে হেঁটে অতিক্রম করেছেন ৮০০ কিলোমিটার পথ।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের বাসিন্দা ওই ব্যক্তির নাম উ। তার দুই সন্তান—১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে নিয়ে গত ১৭ জুলাই হেঁটে রওনা দেন হুনান প্রদেশের উদ্দেশে।

প্রথমে তিনি নিজেও ভাবেননি যে, এত অল্প বয়সী দুই শিশু এত দীর্ঘ পথ সফলভাবে অতিক্রম করতে পারবে। কিন্তু যাত্রা শেষে তিনি সন্তানদের নিয়ে ভীষণ গর্ব প্রকাশ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমকে উ বলেন, ‘আমি ভাবিনি, ওরা শেষ পর্যন্ত যেতে পারবে। এখন আমার স্বস্তি হচ্ছে যে তারা পেরেছে, একইসঙ্গে আমি তাদের জন্য গর্বিত। ’

সাধারণত নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন উ। সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ খুব একটা হয় না তার। তবে দুই বছর আগে তিনি এমন একটি পরিকল্পনা করেছিলেন। সেবারও সন্তানদের নিয়ে হুনানে হাঁটার চিন্তা করেছিলেন তিনি।

কিন্তু বয়স কম থাকায় তখন বাচ্চাদের নিয়ে এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব হয়নি।
উ বলেন, ‘এই হাইকিংয়ের মাধ্যমে আমি তাদের মানসিক দৃঢ়তা বাড়াতে চেয়েছিলাম। আগে ওরা সহজেই হাল ছেড়ে দিত, চ্যালেঞ্জের মুখে পিছিয়ে যেত। আমি চেয়েছিলাম, তারা যেন যা শুরু করবে, তা দৃঢ়ভাবে শেষ করতে শেখে। ’

এই যাত্রায় উ নিজে বহন করেছেন ১০ কেজি ওজনের একটি ব্যাকপ্যাক।

আর ছেলে-মেয়ের কাঁধে ছিল পাঁচ কেজি ওজনের ব্যাগ। প্রতিদিন অন্তত ২৩ কিলোমিটার হাঁটতে হতো তাদের।

যাত্রাপথে বাচ্চারা ক্লান্ত হয়ে পড়লে উ নানা কথায় সাহস জুগিয়েছেন। তিনি বলেন, ‘যখন আমি খেয়াল করতাম তারা ক্লান্ত হয়ে পড়েছে, আমি তাদের বলতাম—ওরা তাদের বাবার চেয়েও শক্তিশালী। ’

যাত্রা শেষে উ-র পায়ে ফোসকা পড়লেও সন্তানদের পা অক্ষত ছিল। শুধু হাঁটার শিক্ষা নয়, এই সফরে উ সন্তানদের আয়-ব্যয়ের হিসাব রাখার শিক্ষাও দিয়েছেন।

তিনি জানান, প্রতিদিনের খরচের জন্য ছেলে-মেয়েকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতেন। এতে করে তারা বুঝতে শিখেছে কীভাবে সীমিত অর্থে খরচের হিসাব মেলাতে হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।