ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সামরিক মহড়ায় নেমেছে যুক্তরাষ্ট্র-ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
সামরিক মহড়ায় নেমেছে যুক্তরাষ্ট্র-ফিলিপাইন

তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়ার পরপরই যৌথ মহড়ায় নেমেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন। এটিই এ যাবতকালে দেশদুটির  সবচেয়ে বড় মহড়া।

চীনের সামরিক বাহিনী চাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালায়। যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকারের সঙ্গে গেল সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠকের জবাবে এই মহড়া চালায় চীন।

ওয়াশিংটন চীনের অসম শক্তি প্রদর্শনের সমালোচনা করেছে, যেখানে তাইওয়ানের প্রেসিডেন্ট বলছেন, এটি ছিল দ্বায়িত্বহীন। যুক্তরাষ্ট্র সফরের অধিকার তার রয়েছে।  

যুক্তরাষ্ট্রের মহড়ার পরিকল্পনা আগে থেকেই নেওয়া ছিল।

ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, এই মহড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতির প্রতি তাদের অঙ্গীকার প্রদর্শন করে এবং এটি একটি খোলামেলা বিষয়।

ওয়াশিংটন গেল মাসে ঘোষণা দেয়, ফিলিপাইনের সঙ্গে তাদের বার্ষিক বালিকাটান মহড়া হবে এ যাবতকালের সবচেয়ে বড় মহড়া। এতে ১৭ হাজারেরও বেশি সৈন্য অংশ নেবে।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।