ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটের জন্য আকাশপথ চালু করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, জুন ২৮, ২০২৫
আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটের জন্য আকাশপথ চালু করেছে ইরান

আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটের জন্য নিজেদের কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চলীয় আকাশপথ খুলে দিয়েছে ইরান। দেশটির সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের কো-অর্ডিনেশন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ও সুরক্ষার পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পূর্বাঞ্চলীয় আকাশপথ ইতোমধ্যেই অভ্যন্তরীণ, আন্তর্জাতিক ও ট্রানজিট ফ্লাইটের জন্য উন্মুক্ত ছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন ইরানের আরও বড় আকাশসীমা ব্যবহার করতে পারবে, যা বৈশ্বিক আকাশপথে একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ ইরানের আকাশসীমা হয়ে ট্রানজিট ফ্লাইট পরিচালনাকে আরও সহজ করবে এবং মধ্যপ্রাচ্যের আকাশপথে চাপ কমাবে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।