ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এইচ৩এন৮ ফ্লুতে এই প্রথম কারো মৃত্যু: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এইচ৩এন৮ ফ্লুতে এই প্রথম কারো মৃত্যু: ডব্লিউএইচও

চীনে বিরল ধরনের বার্ড ফ্লুতে এক নারীর মৃত্যু হয়েছে। তিনিই এই ভাইরাসে মারা যাওয়া প্রথম কোনো মানুষ।

এমনটি বলেছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। তবে এই ফ্লু মানুষে ছড়িয়ে পড়বে না বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স।

৫৬ বছর বয়সী ওই নারী চীনের গুয়াংডং প্রদেশের। মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওই নারী এভিয়ান ইনফ্লুয়েঞ্জার উপধরন এইচ৩এন৮ শনাক্ত হওয়া তৃতীয় কোনো মানুষ।

যে তিনজনের এইচ৩এন৮ শনাক্ত হয়েছিল, তারা সবাই চীনের। গেল বছর দুজনের মধ্যে এই ভাইরাসটি শনাক্ত হয়।  

গুয়াংডংয়ের প্রাদেশিক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র গেল মাসের শেষে তৃতীয় সংক্রমণের বিষয়টি জানিয়েছিল। তবে ওই নারীর মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পোলট্রিতে হাঁস-মুরগির সংস্পর্শে এসেছিলেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।