ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নথি ফাঁস: ইউক্রেনে তৎপর পশ্চিমা বিশেষ বাহিনী  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
নথি ফাঁস: ইউক্রেনে তৎপর পশ্চিমা বিশেষ বাহিনী  

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েক ডজন গোপন নথি ফাঁস হয়েছে। এসব নথি এখন সামনে আসছে।

 

বিবিসি নিউজ এবং অন্য সংবাদ সংস্থা কিছু নথি মূল্যায়ন করেছে এবং এগুলো থেকে নানা তথ্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে একটি তথ্য হলো ইউক্রেনের ভেতরে তৎপর পশ্চিমা বিশেষ বাহিনী।  

২৩ মার্চের একটি নথিতে ইউক্রেনের ভেতরে কর্মরত অল্পসংখ্যক পশ্চিমা বিশেষ বাহিনীর উপস্থিতির কথা উল্লেখ করা হয়।  
তবে, এসব বাহিনীর কার্যকলাপ বা অবস্থান সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। যুক্তরাজ্যের সর্ববৃহৎ দল রয়েছে (৫০), তারপরে লাটভিয়া (১৭), ফ্রান্স (১৫), মার্কিন যুক্তরাষ্ট্র (১৪) ও নেদারল্যান্ডস (১)।

পশ্চিমা সরকারগুলো সাধারণত এই ধরনের সংবেদনশীল বিষয়ে মন্তব্য করে না। তবে এই বর্ণনাটি হয়তো মস্কো লুফে নিবে। কারণ সম্প্রতি তারা বলছিল যে, যুদ্ধক্ষেত্রে রাশিয়া কেবল ইউক্রেন নয়, ন্যাটোরও মুখোমুখি হচ্ছে।

ইউক্রেনের নতুন এক ডজন ব্রিগেডের আক্রমণ শুরুর প্রস্তুতি বিষয়েও অন্যান্য নথিতে ধারণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
আরএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।