ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানে সংঘাতে নিহত ৪ শতাধিক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
সুদানে সংঘাতে নিহত ৪ শতাধিক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সুদানে চলমান সংঘাতে এ পর্যন্ত চারশর বেশি লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাড়ে তিন হাজারের বেশি লোক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনটি জানিয়েছে। আল-জাজিরা।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মারগারেট হ্যারিস জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ৪১৩ জন এ পর্যন্ত নিহত হয়েছেন। তিন হাজার ৫৫১ জন।  

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ বলছে, নিহতদের মধ্যে ৯ শিশু রয়েছে। আহতদের মধ্যে রয়েছে ৫০ এর বেশি শিশু।  

সুদানে গেল শনিবার থেকে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স সংঘাতে লিপ্ত। দুই দফায় ২৪ ঘণ্টা করে যুদ্ধবিরতির ঘোষণা হলেও তা কার্যকর হতে দেখা যায়নি।  

আধা সামরিক বাহিনী আরএস সবশেষে শুক্রবার সকালে টুইটারে এক বিবৃতিতে অস্ত্রবিরতির ঘোষণা দেয়। এই বিবৃতিতে ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির কথা বলা হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টা থেকে তা শুরু হওয়ার কথা।  

মুসলমানদের ঈদুল ফিতর ঘিরে এই অস্ত্রবিরতির ঘোষণা এলো।  

সেনাপ্রধান ফাত্তাহ আল-বুরহান শুক্রবার সকালে এক ভিডিও বিবৃতিতে সংঘাতে হতাহতদের প্রতি দুঃখ প্রকাশ করেন। তিনি শান্তিপূর্ণভাবে ঈদ পালনের প্রার্থনা জানান।

তবে তিনি অস্ত্রবিরতি নিয়ে কিছু বলেননি।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।