ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা

ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানিকে (৭৫) গুলি করে হত্যা করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন ইরনা জানিয়েছে, বুধবার (২৬ এপ্রিল) মাজানদারান প্রদেশের বাবুলসার শহরের একটি ব্যাংকে এই ঘটনা ঘটে।

পরে পুলিশ ওই হামলাকারীকে গ্রেপ্তার করেছে।

ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাবুলসার শহরের একটি ব্যাংকে এই হামলা হয়। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, এই ধর্মীয় নেতাকে হত্যার বিষয়ে একটি বিশেষ তদন্ত শুরু করবে।

৭৮ বছর বয়সী সোলেইমানি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের অন্যতম সদস্য ছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন, তা বাছাই করেন এই অ্যাসেম্বলির সদস্যরা।

তিনি একবার ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সর্বোচ্চ নেতা আলী খামেনির ব্যক্তিগত প্রতিনিধিও ছিলেন।

সূত্র- আল আরবিয়া নিউজ

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।