ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মানবাধিকার ইস্যুতে শ্রীলঙ্কার এক গভর্নরের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
মানবাধিকার ইস্যুতে শ্রীলঙ্কার এক গভর্নরের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র বলছে, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকার দায়ে তারা শ্রীলঙ্কার এক প্রাদেশিক গভর্নরকে ভিসা দেবে না। দ্বীপরাষ্ট্রটিতে দীর্ঘ গৃহযুদ্ধের সময় হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

ওই গভর্নরের নাম ওয়াসান্থা কারান্নাগোদা। তিনি ছিলেন সাবেক নৌপ্রধান। শ্রীলঙ্কার এক তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, তিনি ধনী পরিবারের কিশোর-কিশোরীদের অপহরণ করতেন এবং চাদা আদায়ের পর তাদের হত্যা করতেন।  

২০২১ সালে কর্তৃপক্ষ অভিযোগ প্রত্যাহার করে করা হয়। এরপর তাকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার এক বিবৃতিতে বলেন, অভিযোগ রয়েছে ওয়াসান্থা কারান্নাগোদা বড় পরিসরে মানবাধিকার লঙ্ঘন করেন। এনজিওর তদন্তে এবং স্বাধীন তদন্তে নথিভুক্ত হয়েছে। এই অপরাধ গুরুতর ও বিশ্বাসযোগ্য।

গভর্নর কিংবা তার স্ত্রী শ্রীমতি অশোকা কারান্নাগোদা যুক্তরাষ্ট্র সফর করতে পারবেন না বলেও জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।