ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের বেশ কয়েকটি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
ইউক্রেনের বেশ কয়েকটি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় মেয়রের জানিয়েছেন, ডিনিপ্রো শহরে এক নারী ও তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

উমানের কেন্দ্রীয় শহর থেকে সোশ্যাল মিডিয়ার ছবিতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি নয় তলা ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শহরটির কর্মকর্তারা বলেছেন, পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ক্রেমেনচুক এবং পোলতাভা শহরেও বিস্ফোরণ হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলেন, কিয়েভে ১১টি ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোনে গুলি করা হয়েছে

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান বলেছেন, ৫১ দিনের মধ্যে রাজধানীতে এটিই প্রথম রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা। তাৎক্ষণিকভাবে বেসামরিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র- বিবিসি

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।