ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ৮, ২০২৩
সৌদি আরবে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

বাসস্থান, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১১ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানায়, গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ১১ হাজার ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সীমান্ত অতিক্রম করার সময় ৮৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে দেশ ছাড়ার চেষ্টাকালে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তা করার চেষ্টা করলে ১৫ বছরের জেল ও ১০ লাখ সৌদি রিয়াল (২ লাখ ৬৭ হাজার ডলার) পর্যন্ত জরিমানার আইন রয়েছে।

দেশটিতে বর্তমানে ২৩ হাজার ৮৯৩ জন অভিবাসীর বিরুদ্ধে বাসস্থান, সীমান্ত ও শ্রম আইন ভঙ্গের অভিযোগ রয়েছে।  

সূত্র: এরাবিয়ান বিজনেস

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।