ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কড়া নিরাপত্তায় আদালতে ইমরান, ১৪ দিনের রিমান্ড আবেদন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মে ১০, ২০২৩
কড়া নিরাপত্তায় আদালতে ইমরান, ১৪ দিনের রিমান্ড আবেদন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ইসলামাবাদ পুলিশ লাইন্সে গঠিত আদালতে হাজির করা হয়েছে।  

বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এই আদালতে হাজির করা হয়।

আগের দিন মঙ্গলবার আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খান গ্রেপ্তার হন।

শুনানির শুরুতে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) আদালতের কাছে ইমরানের ১৪ দিনের রিমান আবেদন জানায়। খবর ডন

পিটিআই চেয়ারম্যানের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করে বলেন, মামলাটি ব্যুরোর পরিধির মধ্যে পড়েনি। তিনি বলেন, এনএবি তদন্ত প্রতিবেদন দেয়নি।

আইনজীবী বলেন, প্রত্যেকেরই ন্যয্য বিচার পাওয়ার অধিকার হয়েছে। তিনি প্রকাশ্য আদালতে ইমরানের শুনানির জন্য আহ্বান জানান।

ডন নিউজ টিভি প্রতিবেদনে জানিয়েছে, শুনানি সংক্ষিপ্ত সময়ের জন্য স্থগিত রাখা হয়েছিল।

পরে আবার শুনানি শুরু হলে এনএবির প্রসিকিউটর আদালতকে বলেন, গ্রেপ্তারের সময় ইমরানকে পরোয়ানা দেখানো হয়েছিল। তিনি ইমরানের আইনজীবীকে আশ্বাস দেন যে, প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করা হবে।  

তিনি বলেন, এই দুর্নীতি মামলা যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রমাণ করেছে। তিনি আরও বলেন, প্রাপ্ত অর্থ পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করার কথা ছিল। এর বদলে অর্থ বাহিরা শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল।  

পিটিআই প্রধান আদালতকে বলেন, তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়েছিল এনএবির অফিসে নেওয়ার পর। গ্রেপ্তারের সময় পরোয়ানা দেখানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মে ১০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।