ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুহাররেম ইনচে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মে ১১, ২০২৩
তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুহাররেম ইনচে

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সড়ে দাঁড়ালেন মুহাররেম ইনচে। রোববার (১৪ মে) অনুষ্ঠেয় ভোটে তিনি ছিলেন চার প্রার্থীর একজন।

বৃহস্পতিবার ইনচে সরে দাঁড়ানোর পর ভোটে টিকে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কেমাল কিলিচদারুগলু ও সিনান ওগান।

তুরস্কের ছয়টি বিরোধী দল প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে একতাবদ্ধ হয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে একক প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বিরোধী নেতা কেমাল কিলিচদারুগলুকে।

কিলিচদারুগলুর সরাসরি জয়ী হওয়ার সম্ভাবনা বড় ধরনের ধাক্কা খেয়েছে, যখন তার দলের সাবেক একজন নেতা মুহাররেম ইনচে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।

৫৮ বছর বয়সী মুহাররেম ইনচে ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি দলের প্রার্থী ছিলেন।  

কিন্তু কিলিচদারুগলুর সঙ্গে মতবিরোধের জের ধরে ওই নির্বাচনের দুবছর পর তিনি সিএইচপি ছেড়ে চলে যান। বর্তমানে তিনি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী দল হোমল্যান্ড পার্টির নেতৃত্ব দিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মে ১১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।