ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মে ২০, ২০২৩
জাপানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

জি৭ সম্মেলনে যোগ দিতে জাপানের হিরোশিমায় গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার তিনি সেখানে পৌঁছান।

ভয়েস অব আমেরিকা

টুইটারে জেলেনস্কি লিখেছেন, জাপান। জি৭। ইউক্রেনের বন্ধু ও মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। তিনি জানান, ইউক্রেনের বিজয়ের জন্য নিরাপত্তা ও বর্ধিত সহযোগিতা নিয়েই এই বৈঠক। জেলেনস্কি লেখেন, আজ থেকে শান্তি আরও কাছাকাছি আসবে।

জি৭ সম্মেলনের সাইডলাইনে বিশ্বনেতাদের কয়েকজনের সঙ্গে জেলেনস্কির দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। এই নেতাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  
 
এদিকে বিবিসি জানিয়েছে, ইউক্রেনেকে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা মিত্রদের অনুমোদনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।  

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার জি৭ নেতাদের বিষয়টি অবহিত করেছেন।

সুলিভান বলেন, এই যুদ্ধবিমান পরিচালনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিয়েভের পাইলটদের প্রশিক্ষণ দেবে।

এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ঠিক এরপরই তিনি জাপানে হাজির হলেন।  

বাংলাদেশস সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ২০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।