ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘গোপন প্রেমে’ জড়িয়ে মহাফাঁপরে পড়েছিলেন বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ২২, ২০২৩
‘গোপন প্রেমে’ জড়িয়ে মহাফাঁপরে পড়েছিলেন বিল গেটস

বিল গেটসকে একবার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফ্রে এপস্টেইন। ওয়াল স্ট্রিট জার্নালের নতুন এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

খবর দ্য গার্ডিয়ান

এপস্টেইন রাশিয়ার এক ব্রিজ খেলোয়াড়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গেটসকে ব্ল্যাকমেল এবং তার কাছ থেকে চাঁদা আদায়েরও চেষ্টা করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, গেটসের সঙ্গে রাশিয়ার ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভার প্রেমের সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন এপস্টেইন।  

বিষয়টি জানতে পেরে এপস্টেইন গেটসকে হুমকি দিতে থাকেন। মানসিকভাবে জিম্মি (ব্ল্যাকমেল) করতে থাকেন।  

এমনকি নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফ্রে এপস্টেইন নিজের সুনাম পুনঃপ্রতিষ্ঠার জন্য কোটি কোটি ডলারের একটি দাতব্য তহবিলে গেটসকে যোগ দিতেও বলেছিলেন। তবে এপস্টেইনের প্রস্তাবে রাজি হননি তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।