ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ১৩

ভারতে বাস ও ট্রাকের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১৩ জন।

মঙ্গলবার (২৩ মে) সকালে মহারাষ্ট্রের বুলধানা জেলার নাগপুর-পুনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি পুনে থেকে বুলধানার মেহেকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছবি ও ভিডিওতে যানবাহন দুটিকে দুমড়েমুচড়ে যেতে দেখা গেছে। ট্রাকটি একটি লজিস্টিক ফার্মের কাজে ব্যবহার করা হতো।

ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে সাহায্য করছেন। আহতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় জানা যায়নি।

সূত্র- এনডিটিভি

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।