ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকো উপসাগরে তেলকূপ দুর্ঘটনায় বিপির খরচ ২৬৫ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০১০

লন্ডন: মেক্সিকো উপসাগরে তেল বিপর্যয়ের ঘটনায় ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) এ পর্যন্ত ২৬৫ কোটি মার্কিন ডলার খরচ হয়েছে। আজ সোমবার একটি বিবৃতিতে বিপি এ ঘোষণা দিয়ে জানায়, ব্যয় আরো বাড়বে।



বিবৃতিতে বলা হয়, ‘এ পর্যন্ত নানা খাতে প্রায় ২৬৫ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে তেলকূপ বিস্ফোরণে তেল ছড়িয়ে পড়ার পর নেওয়া পদক্ষেপ, আক্রান্ত অঙ্গরাজ্যগুলোকে অনুদান, তিপূরণ এবং কেন্দ্রীয় ব্যয়ও রয়েছে। ’

উল্লেখ্য, ২০ এপ্রিলে মেক্সিকো উপসাগরে ডিপওয়াটার হরাইজন নামের একটি তেল উত্তোলন মঞ্চ বিস্ফোরণের ঘটনায় ১১ শ্রমিক নিহত হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১৯, জুন ২৮, ২০১০
এসআইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।