ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে ছুরিকাঘাতে চার শিশু আহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ৮, ২০২৩
ফ্রান্সে ছুরিকাঘাতে চার শিশু আহত 

ফ্রান্সের অ্যানেসি শহরে ছুরিকাঘাতে চার শিশু আহত হয়েছে। এ ছাড়া এক প্রাপ্তবয়স্কও আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

 

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় এক নিরাপত্তা সূত্র এবং স্থানীয় এক কর্মকর্তা এএফপিকে বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে শহরের বিখ্যাত লেকের পাশে শিশুদের একটি খেলার মাঠে প্রবেশ করেন ছুরি হাতে। সেখানে খেলায় মগ্ন তিন বছরের শিশুদের একটি দলের ওপর হামলা করেন।  

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ টুইট করে বলেন, এটি কাপুরুষোচিত কাজ। পুরো জাতি এই ঘটনায় শোকাহত।  

নেলি নামে এক প্রত্যক্ষদর্শী ফ্রান্স ইনফো রেডিওকে বলেন, লোকজন ছোটাছুটি করছিল, চিৎকার করছিল...এটি ছিল ভয়াবহ।

পুলিশ বলছে, সত্যিকার অর্থে ছয় শিশু এই ঘটনায় আহত হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন টুইট করে জানান, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত প্রতিক্রিয়া দেখানোর জন্য নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।