ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সঙ্গিনীকে মেরে টুকরো করে কুকারে সেদ্ধ করলেন প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুন ১১, ২০২৩
সঙ্গিনীকে মেরে টুকরো করে কুকারে সেদ্ধ করলেন প্রেমিক ছবি: সংগৃহীত

প্রেমিকাকে খুন করে দেহ কেটে টুকরো টুকরো করে কয়েকটি টুকরো প্রেসার কুকারে সেদ্ধ করলেন যুবক।  

নৃশংস এই ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ে সানে মীরা রোডে গীতানগর এলাকায় একটি ফ্ল্যাটে।

খবর এনডিটিভির

নিহত প্রেমিকার নাম সরস্বতী বৈদ্য (৩২) আর তাকে খুন করেন তারই প্রেমিক ৫৬ বছর বয়সী মনোজ সানে।

এ ঘটনায় মনোজকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ জুন) মুম্বাইয়ের নয়া নগর থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এনডিটিভি জানায়, লিভ ইন পার্টনার হিসেবে গত তিন বছর ধরে ওই ফ্ল্যাটটি ভাড়ায় থাকতেন সরস্বতী ও মনোজ।

মুম্বাইয়ের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) জয়ন্ত বাজবেলে বলেন, ওই ফ্ল্যাটের প্রতিবেশীরা তাদের খবর দিয়ে জানায়, খুব বাজে গন্ধ বেরোচ্ছে। পুলিশ গিয়ে সরস্বতীর পচাগলা দেহের টুকরো উদ্ধার করে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই নারীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। তারপর দেহ টুকরো করা হয়।

কেন প্রেমিকাকে এভাবে হত্যা করলেন মনোজ, তার কারণ খুঁজছে পুলিশ। জিজ্ঞাসাবাদে খুনের কথা অস্বীকার করে মনোজ বলছে, সরস্বতী আত্মহত্যা করেছেন।

ঘটনার তদন্তে প্রতিবেশী ও স্বজনের জানিয়েছে পুলিশ, কেউ এই ব্যাপারে কিছু জেনে থাকলে যেন অবিলম্বে তা পুলিশকে জানায়।

গতবছর শ্রদ্ধা ওয়াকার নামে এক তরুণীকে দিল্লিতে এইভাবেই নিষ্ঠুরভাবে খুন করে তার দেহ ৩৫ টুকরো করে ১৮ দিন ধরে বিভিন্ন জঙ্গলে ছড়িয়ে দিয়েছিল সঙ্গী আফতাব পুণাওয়ালা। প্রেমিকা শ্রদ্ধার মুখ পুড়িয়ে দিয়েছিলেন তিনি। তার দেহের কয়েকটি টুকরো ফ্রিজেও রেখেছিলেন আফতাব।  

আফতাবকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা ও প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ১১ জুন, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।