ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ইউক্রেনের কেন্দ্রীয় শহরে রুশ হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
ইউক্রেনের কেন্দ্রীয় শহরে রুশ হামলা, নিহত ৩

ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রাইভি রিহ-তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

আহতের সংখ্যা কমপক্ষে ২৫।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার (১২ জুন) গভীর রাতে এই হামলা চালানো হয়। এতে পাঁচতলা অ্যাপার্টমেন্ট ব্লকসহ বেশ কয়েকটি বেসামরিক ভবনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর সের্হি লিসাক বলেছেন, একটি পাঁচ তলা ভবন এখনও আগুনে আচ্ছন্ন। আশঙ্কা করা হচ্ছে- ধ্বংসস্তূপের নিচে আরও বেশি মানুষ আটকা পড়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, কেন্দ্রীয় শহর ক্রাইভি রিহ- প্রেসিডেন্ট জেলেনস্কির নিজ শহর। রাতে শহরটি ‘বিশাল’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। বিমান হামলা একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ব্লকসহ বেশ কয়েকটি বেসামরিক ভবনে আঘাত করেছে।

সতর্ক করে শহরটির মেয়র জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।