ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিলামে উঠছে মাইকেল জ্যাকসনের সেই কালো হ্যাট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুন ২২, ২০২৩
নিলামে উঠছে মাইকেল জ্যাকসনের সেই কালো হ্যাট ছবি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত পপ স্টার মাইকেল জ্যাকসনের ব্যবহৃত কালো রঙের হ্যাটটি প্রথমবারের মতো নিলামে উঠতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া সংগীত স্মারক নিলামে এ হ্যাটটি উঠানো হবে।

 

এ হ্যাটটি মাইকেল জ্যাকসন মুনওয়াক ড্যান্স করার সময় পরেছিলেন। হ্যাট পরে মুনওয়াকের ওই মুহূর্তুটি বিশ্ববাসীকে মুগ্ধ করেছিল।

এ পপ সম্রাট ১৯৮৩ সালে ওই হ্যাটটি পরে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’গানটি পরিবেশন করেছিলেন।

কয়েক মিনিটেই জ্যাকসন তার খ্যাতির উচ্চতায় পৌঁছে ওই মুহূর্তটিকে একটি ট্রেডমার্কে পরিণত করেন। ওই মুহূর্তে জ্যাকসনকে ব্যতিক্রম ভঙ্গিমায় অনায়াসে পেছন দিক থেকে আরও পেছনে এগিয়ে যেতে দেখা গেছে।

নিলামে হ্যাটটি ৬০ হাজার থেকে একলাখ ইউরোতে বিক্রি হতে পারে। তারকা স্মারকের এ নিলাম ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

নিলামে কিংবদন্তী মার্কিন সংগীত শিল্পী ব্লুজম্যান টি-বোন ওয়াকারের একটি গিটার উঠানো হবে। যার দাম দেড়লাখ ইউরো পর্যন্ত উঠতে পারে। এছাড়া ব্রিটিশ সংগীত শিল্পী দেপেচে মোডের মার্টিন গোর পরা একটি স্যুট ও মার্কিন পপ গায়িকা মেডোনার অর্জিত স্বর্ণপদক ওই নিলামে উঠানো হবে।

এ নিলামের আয়োজন করছে আর্টপেজেস ও লেমন অকশন নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গত বছর তিন লাখ ৮৫ হাজার ইউরোতে একটি অখ্যাত গিটার বিক্রি করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। গিটারটি ছিল নোয়েল এবং লিয়াম গ্যালাঘের ভাইদের দ্বারা গঠিত ব্রিটিশ ব্যান্ড দলের।

নিলামের তালিকায় রয়েছে বিশ্ববিখ্যাত তারকাদের ব্যবহৃত ২০০টি জিনিস। যেসব জিনিস নিলামে উঠানো হবে আগামী ৪ জুলাই এর পূর্ণ তালিকা প্রকাশ করা হবে।  

১৯৮০ দশকে মাইকেল জ্যাকসন সংগীত শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন সংগীত শিল্পী যিনি এমটিভিতে এত জনপ্রিয়তা পান। বলা হয়, তার গাওয়া গানের ভিডিওর মাধ্যমেই এমটিভির প্রসার ঘটেছিল। মাইকেলের গাওয়া ৫টি সংগীত অ্যালবাম বিশ্বের সর্বাধিক বিক্রিত রেকর্ড গড়েছে। ২০০৯ সালের ২৫ জুন মাইকেল জ্যাকসন মারা যান। তার জন্ম ১৯৫৮ সালের ২৯ আগস্ট।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ২২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।