যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আর কয়েক ঘণ্টা পর শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে প্রার্থনা করার জন্য পরিবার নিয়ে গির্জায় গিয়েছিলেন তিনি।
সোমবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউসে পৌঁছলে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন স্বাগত জানান ট্রাম্প ও মেলানিয়াকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৮৩৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বুরেন ও অ্যান্ড্রু জ্যাকসনের মাধ্যমে চা ঐতিহ্য শুরু হয়েছিল। ২০২১ সালে ক্ষমতা ছাড়ার সময় ট্রাম্প এই রীতি ভেঙেছিলেন। অর্থাৎ, তিনি বাইডেনকে চায়ের আমন্ত্রণ দেননি।
স্থানীয় সময় সোমবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক অভিষেক হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে এ আয়োজনে সমর্থক ও বিরোধী মিলিয়ে প্রায় দুই লাখ লোকের উপস্থিতি হবে বলে ধারণা করা হচ্ছে। খবরে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানের ঐতিহ্য ভেঙে বিদেশি রাষ্ট্র নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ঐহিত্য অনুযায়ী প্রেসিডেন্টের অভিষেক একটি অভ্যন্তরীণ বিষয়। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট সাধারণত মার্কিন কর্মকর্তা, দেশটির সাবেক রাষ্ট্রপ্রধান ও সাবেক ভাইস প্রেসিডেন্টদের উপস্থিতিতে ক্যাপিটল ভবনের সিঁড়িতে স্থাপিত খোলা মঞ্চে শপথ নেন। আশপাশের খোলা জায়গা থেকে উপস্থিত জনতা এই অনুষ্ঠান সরাসরি দেখে থাকেন।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমজে