ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হন্ডুরাসে সহিংসতায় নিহত ২৩, কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
হন্ডুরাসে সহিংসতায় নিহত ২৩, কারফিউ জারি

হন্ডুরাসে সহিংসতায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় দুটি শহরে ক্রমবর্ধমান সহিংসতা চলাকালীন এ প্রাণহানির এ ঘটনা ঘটে।

এরপরই রোববার (২৫ জুন) ওই দুই অঞ্চলে কারফিউ জারি করেছে সরকার।

হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো চোলোমার একটি পুল হলে এই হত্যাকাণ্ডকে ‘নৃশংস ও নির্মম সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছেন।

নিহতদের মধ্যে ১২ জন পুরুষ ও একজন নারী।

অন্যদিকে উত্তর সুলা উপত্যকা অঞ্চলে পৃথক হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা ২০-এ দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে মাদক পাচারকারী চক্র জড়িত বলে মনে করা হচ্ছে।

এদিকে আগামী ১৫ দিন চোলোমাতে রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত কারফিউ জারি জারি থাকবে। সান পেড্রো সুলেতে কারফিউ কার্যকর হবে ৪ জুলাই থেকে।

কাস্ত্রো বলেছিলেন, যে সুলা উপত্যকায় একাধিক অপারেশন, অভিযান, আটক এবং চেকপয়েন্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে।

হন্ডুরাস সরকার আরও বলেছে, সংঘাতের এলাকায় এক হাজার অতিরিক্ত নিরাপত্তা কর্মকর্তা পাঠানো হবে। চোলোমার ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে সাহায্য করতে প্রায় ৩৩ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।