আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর সুনামির হুমকি জারি করেছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা বিভাগ।
খালিজ টাইমস’র এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
খবরে বলা নয়, রোববার (১৬ জুলাই) স্থানীয় সময় ভোরে আলাস্কার উপদ্বীপ অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্র ছিল ৭ দশমিক ৪। এটি অঞ্চলটির ৯ দশমিক ৩ কিলোমিটার (৫. ৭৮ মাইল) গভীরে ছিল।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা বিভাগ ভূমিকম্পের পর সুনামির হুমকি জারি করেছে।
এ ভূমিকম্পের পরে অঞ্চলটিতে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে বা কোনো হতাহত হয়েছে কিনা, এখনও জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমজে