ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উ. কোরিয়ার ‘পাগলা’ রকেট ব্যবহার করছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
উ. কোরিয়ার ‘পাগলা’ রকেট ব্যবহার করছে ইউক্রেন ইউক্রেনের সৈন্যরা উত্তর কোরিয়ার তৈরি রকেট ছোড়ার প্রস্তুতি নিচ্ছে

ইউক্রেনের গোলন্দাজ বাহিনী রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার তৈরি রকেট ব্যবহার করছে। অর্থাৎ পিয়ংইয়ংয়ের অস্ত্রশস্ত্র তার মিত্র প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে।

 

উত্তর কোরিয়ার এসব অস্ত্র ইউক্রেন আগে ব্যবহার করেছে বলে জানা যায়নি। এমন খবর দিচ্ছে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ফিনান্সিয়াল টাইমস। বিধ্বস্ত শহর বাখমুতের কাছে ইউক্রেনের সৈন্যরা পত্রিকার সাংবাদিককে সোভিয়েত সময়ের তৈরি গ্রাড মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) দেখিয়েছে।

ইউক্রেনের অস্ত্রের এই নতুন উৎস দেখিয়ে দিচ্ছে, কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে বড় এই সংঘাতে সোভিয়েত সময়ের অস্ত্র থেকে অত্যাধুনিক নির্ভুল অস্ত্রের সবই ব্যবহৃত হচ্ছে।  

রুসলান নামে ইউক্রেনীয় আর্টিলারি কমান্ডার বলেন, উত্তর কোরিয়ার অস্ত্র তার সৈন্যদের অবশ্য পছন্দ নয়, কারণ, এসব অস্ত্রের ব্যর্থতার হার বেশি। মিসফায়ার এবং বিস্ফোরণ না ঘটার কারণেও এটি অনেকের কাছে পরিচিত। চিহ্ন দেখে মনে হয়, এসব অস্ত্রের বেশির ভাগই ১৯৮০ কিংবা ১৯৯০ দশকের দিকে তৈরি।  

ইউক্রেনের গ্রাড ইউনিটের এক সদস্য উত্তর কোরিয়ার রকেট ছোড়ার সময় ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিককে রকেট লঞ্চারের খুব কাছে আসতে নিষেধ করেন। কারণ হিসেবে তিনি বলেন, এসব রকেট নির্ভরযোগ্য নয় এবং কখনো কখনো পাগলের মতো আচরণ করে।

গেটি ইমেজেস ও রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির সাংবাদিকরা গত জুন মাসের শেষের দিকে এবং চলতি মাসের শুরুতে দক্ষিণ জাপোরিঝিয়ায় ইউক্রেনের গোলন্দাজ বাহিনীকে উত্তর কোরিয়ার রকেট ব্যবহার করতে দেখেছিলেন। কিন্তু তখন সেগুলো উত্তর কোরিয়ায় তৈরি বলে শনাক্ত করা যায়নি।
 
ইউক্রেনের সৈন্যরা বলছে, এসব রকেট তাদের এক বন্ধু দেশ একটি জাহাজ থেকে জব্দ করেছিল। পরে সেগুলো ইউক্রেনে পাঠানো হয়। এর বেশি কিছু তারা বলেনি।  

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইঙ্গিত দিচ্ছে, রকেটগুলো রাশিয়ার বাহিনীর কাছ থেকে নেওয়া। প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরি স্যাক বলেন, আমরা তাদের ট্যাংক, সরঞ্জাম নিয়ে নিই। খুব সম্ভব এগুলো ইউক্রেনীয় বাহিনীর সফল সামরিক অভিযানের ফসল।

তিনি বলেন, সব ধরনের অত্যাচার চালানোর ক্ষেত্রে উত্তর কোরিয়া ও ইরানসহ বিভিন্ন দেশ থেকে রাশিয়া অস্ত্র কিনছে।  
 
উত্তর কোরিয়া ইউক্রেনকে সরাসরি যুদ্ধাস্ত্র সরবরাহ করবে এমন সম্ভাবনা খুবই কম, কারণ পিয়ংইয়ং রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনকে সমর্থন করে আসছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু চলতি সপ্তাহে উত্তর কোরিয়ায় গিয়ে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: ফিনান্সিয়াল টাইমস

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।