ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে হুজির হামলার আশঙ্কা

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০১০

কলকাতা: কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে যেকোন মুহুর্তে সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে গতকাল সোমবার রাতে এমনই একটি সতর্কবার্তা পাঠিয়েছে।

কলকাতা পুলিশ উপদূতাবাসের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ডেপুটি হাইকমিশনারকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ৩১ জনের একটি হুজি জঙ্গির দল বর্তমানে কলকাতায় অবস্থান করছে। তাদের টার্গেট কলকাতার পার্কসার্কাসে ৯ বঙ্গবন্ধু শেখ মুজিব সরনীর বাংলাদেশ উপদূতাবাস। দলটিতে সইদা জসমিন খানম নামে একজন মহিলা সদস্যও রয়েছে। বাংলাদেশের জয়পুরহাটের পাঁচবিবি হাটখোলার কাছে ডারাঞ্জি গ্রাম থেকে তারা কলকাতায় এসেছে। গোয়েন্দারা জানিয়েছে, জঙ্গিদলের কয়েকজনকে নয়াদিল্লিতে পাঠানো হবে।

সতর্কবার্তার পর গতকাল রাত থেকেই বাংলাদেশ উপদূতাবাসের সামনে নিরাপত্তাবলয় তৈরী করেছে কলকাতা পুলিশ। ডেপুটি হাইকমিশনার সৈয়দ মাসুদ মোহম্মদ খোন্দকারকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। হুজিদলটির খোঁজে কলকাতায় ব্যাপক তলাøশি অভিযান চলছে।

বাংলাদেশ সময় ১১১৩ ঘন্টা,২৯জুন,২০১০
আরডি/জেডএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।