ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াগনারের সাহায্য চাইল নাইজারের অভ্যুত্থানকারী সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
ওয়াগনারের সাহায্য চাইল নাইজারের অভ্যুত্থানকারী সেনাবাহিনী

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতা ফিরিয়ে দিতে হুমকি দিয়েছে আফ্রিকার ১৫ দেশের জোট ইকোয়াস। তা নাহলে অভ্যুত্থানকারী সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে।

এমন অবস্থায় রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের কাছে সহায়তা চেয়েছে নাইজারের জান্তা।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নাইজারে অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তা জেনারেল সলিফু মুডি প্রতিবেশী দেশ মালিতে একটি সফরে যান। সেখানে তিনি ওয়াগনারের একজনের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছিলেন।

তিনটি মালিয়ান সূত্র ও একজন ফরাসি কূটনীতিক নিশ্চিত করেছেন যে, বৈঠকটির বিষয়ে প্রথম ফ্রান্স ২৪ প্রতিবেদন প্রকাশ করেছিল।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করা সোফান সেন্টারের গবেষক ও সাংবাদিক ওয়াসিম নাসের বলেছেন, নাইজারের তাদের (ওয়াগনার) দরকার। কারণ ক্ষমতা ধরে রাখতে ওয়াগনার তাদের নিশ্চয়তা দেবে। প্রাইভেট মিলিটারি কোম্পানি বিষয়টি বিবেচনা করছে।

নাইজারের সামরিক সরকারকে দেওয়া ইকোয়াসের নির্ধারিত সময়সীমা স্থানীয় সময় রোববার (৬ আগস্ট) শেষ হচ্ছে। ইতোমধ্যে, ১৫ দেশের জোট ইকোয়াসের সামরিক প্রধানরা গত শুক্রবার সামরিক অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেন।

অন্যদিকে মালিতে যাওয়ার পর জেনারেল সালিফু মুডি সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তিনি হুমকি দিয়ে বলেন, নাইজারকে ‘নতুন লিবিয়া’ হতে আটকাতে যা প্রয়োজন তাই করবেন তারা।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।