ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফুকুশিমার বৃষ্টির পানিতে মাত্রাতিরিক্ত ট্রিটিয়াম 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
ফুকুশিমার বৃষ্টির পানিতে মাত্রাতিরিক্ত ট্রিটিয়াম 

জাপানের স্থানীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে যে, ফুকুশিমা পারমাণবিক বর্জ্য স্টোরেজ ট্যাঙ্কের চারপাশে বৃষ্টির পানিতে  স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গেছে।  

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) বলেছে, পরিশোধিত পানি স্থানান্তর করার জন্য ব্যবহৃত একটি হোসপাইপে লিক পাওয়া গেছে ।

তবে এই পানি ব্যারিয়ারের ভেতরই ছিল বলে তারা নিশ্চিত করেছে। কেউ ব্লেড দিয়ে কেটে  চার সেন্টিমিটারের এই লিকটি  তৈরি করেছে বলে টেপকোর ধারণা।  খবর এনএইচকে।

টেপকো বলেছে তারা প্রতি লিটারে ৬৭ হাজার বেকারেল (তেজস্ক্রিয়তার একক) ট্রিটিয়াম  সনাক্ত করেছে৷ যা ৬০ হাজার বেকারেল এর জাপানি মানডণ্ড ছাড়িয়ে গেছে। জুন মাসে বৃষ্টির পানিতে ট্রিটিয়াম এর মাত্রা ছিল ৩৩ হাজার বেকারেল।

এই খবরটি এমন সময় আসলো যখন জাপান পরিশোধিত পারমাণবিক বর্জ্য সমুদ্রে ছেড়ে দেওয়ার বিতর্কিত পরিকল্পনা নিয়ে এগুচ্ছে।  প্রতিবেশী বিশেষ করে চীনের সমালোচনার মধ্যেও, জাপান আগামী কয়েক সপ্তাহের মধ্যে সুনামিতে ক্ষতিগ্রস্ত  ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর তেজস্ক্রিয় পানি শোধন করে  সমুদ্রে ছেড়ে দিতে প্রস্তুতি নিচ্ছে।

 বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।