ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বৃহস্পতিবার আটলান্টায় গ্রেপ্তার হতে যাচ্ছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
বৃহস্পতিবার আটলান্টায় গ্রেপ্তার হতে যাচ্ছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে ফলাফল পরিবর্তনের চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করবেন ডোনাল্ড ট্রাম্প

পশ্চিমা  সংবাদমাধ্যম গুলো জানাচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ আগস্ট) আত্মসমর্পণ করবেন তিনি।

নিজের তৈরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে  ট্রাম্প জানান, আমি আগামী বৃহস্পতিবার আটলান্টায় গ্রেপ্তার হতে যাচ্ছি।

এর আগে আত্মসমর্পণের জন্য ট্রাম্পকে ২৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল জর্জিয়ার আদালত। খবর বিবিসি।  

ট্রাম্প ইতোমধ্যেই ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। মনোনয়নের দৌড়ে থাকা নিজ দলের অন্য প্রার্থীদের চেয়ে জনমত জরিপে এগিয়েও রয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের বিরুদ্ধে  অভিযোগ আনা হয় জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ব্র্যাড র‌্যাফেনসপারগারকে ফোন করে অঙ্গরাজ্যটিতে নিজের পরাজয় ঠেকানোর ব্যবস্থা নিতে বলেন তিনি। কিন্তু ব্র্যাড তার এ অনুরোধ প্রত্যাখ্যান করেন।

এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা,আগস্ট ২২, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।