ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নারীদের ওমরাহর পোশাক নির্ধারণ করে দিল সৌদি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
নারীদের ওমরাহর পোশাক নির্ধারণ করে দিল সৌদি 

ওমরাহ পালনে নারীদের জন্য পোশাকবিধি নির্ধারণ করেছে সৌদি কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে তারা তিনটি বিধির কথা বলেছে।

এই তিন নিদের্শনা মেনে নারীরা যে কোনো পোশাকই উমরার সময় পরিধান করতে পারবেন।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে জানায়, ওমরাহর আনুষ্ঠানিকতা পালনের সময় কিছু নির্দিষ্ট নিয়মনীতি মেনে মুসলিম নারীদের পছন্দসই পোশাক পরার অধিকার রয়েছে। নারীরা যে পোশাকই পরিধান করবে তা হবে ঢিলেঢালা, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে।  খবর গালফ নিউজ।  

২০২২ সালে নারীদের ক্ষেত্রে হজ বা ওমরাহ করতে মাহরাম বা রক্তের সম্পর্কের আত্মীয় সঙ্গে থাকার বাধ্যবাধকতা তুলে নেয় সৌদি আরব। সেই থেকে প্রচুর নারী মাহরাম ছাড়া হজ ও ওমরা পালন করছেন। যদিও এ সিদ্ধান্ত নিয়ে ইসলামী স্কলাররা ভিন্নমত প্রকাশ করেছেন।

প্রায় দুই মাস আগে চলতি মৌসুমের ওমরাহ শুরু হয়। এখন ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়ছে। সৌদির কর্তৃপক্ষের ধারণা, এবারের মৌসুমে বিদেশ থেকে প্রায় এক কোটি মুসলমান ওমরাহ পালন করবেন। এমন প্রেক্ষাপটে ওমরাহ পালনে নারীদের জন্য পোশাকবিধি ঘোষণা করল সৌদির কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।