ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বান্ধবীকে গাড়ি উপহার, কোটি টাকার মালিক পুলিশ কনস্টেবল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
বান্ধবীকে গাড়ি উপহার, কোটি টাকার মালিক পুলিশ কনস্টেবল কনস্টেবল মনোজিৎ বাগীশ

পুলিশ কনস্টেবল পদে চাকরি করে বান্ধবীকে উপহার দিয়েছেন মোটা অঙ্কের অর্থ ও দামি গাড়ি।  

বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কর্মকর্তাদের।

এতো অর্থের উৎস কোথায় জানতে জিজ্ঞাসাবাদের জন্য ওই কনস্টেবলকে ডেকে নেন তারা।  

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাট থানার কনস্টেবল তিনি। নাম - মনোজিৎ বাগীশ। তার বাড়ি বারুইপুর এলাকায়। এই কনস্টেবলকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে রামপুরহাট থেকে তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)।  

এসিবি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টিভি নাইনের খবরে বলা হয়, সম্প্রতি প্রায় ১ কোটি রুপি তুলেছিলেন কনস্টেবল মনোজিৎ বাগীশ। এরপর সেই টাকা থেকে প্রায় ২১ লাখ রুপি তিনি তার বান্ধবীর অ্যাকাউন্টে ট্রান্সফার করেন।  এছাড়া সেই বান্ধবীকে ১১ লাখ ৭৫ হাজার রুপি দিয়ে একটি গাড়িও কিনে দেন মনোজিৎ।

এতেই শেষ নয়; ওই পুলিশ কনস্টেবলের ৭৩ লাখ রুপির একটি ফিক্সড ডিপোজিটেরও সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন শাখার কর্মকর্তা।

এসব খবরে চোখ ছানাবড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের। চার বছরে কনস্টেবলের চাকরি করেছেন মনোজিৎ। বছর দেড়েক আগেই রামপুরহাটে বদলি হয়েছিল তার। এর আগে ওই কনস্টেবলের পোস্টিং ছিল হাওড়ায়।

সে হিসেবে এই চার বছরে বেতন বাবদ তার আয় হওয়ার কথা প্রায় ১১ লাখ টাকা।

সেখানে মনোজিতের এই বিপুল সম্পত্তি কীভাবে হলো? 

তা জানতে মনোজিতের ওই বান্ধবীর খোঁজে নেমেছেন রাজ্যের দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসাররা। কিন্তু উপহার দেওয়া গাড়ির রেজিস্ট্রেশনে ঠিকানা ভুল দেওয়ায় তাকে খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে তাদের। তবে তার নাম জানা গেছে।  

বুলা কর্মকার নামের ওই বান্ধবীর খোঁজ পাওয়া গেলে, দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসাররা।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা, টিভি নাইন

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।