ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পোষা সংকর নেকড়ে-কুকুরের আক্রমণে প্রাণ গেল তিন মাসের শিশুর

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
পোষা সংকর নেকড়ে-কুকুরের আক্রমণে প্রাণ গেল তিন মাসের শিশুর

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে তিন মাসের এক শিশু তার পরিবারের পোষা হাইব্রিড (সংকর) নেকড়ে-কুকুরের আক্রমণে প্রাণ হারিয়েছে। পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

 

বিবিসি জানায়, গেল বৃহস্পতিবার আলাবামায় বার্মিংহামের প্রায় ২০ মাইল দক্ষিণ-পশ্চিমে চেলসিতে শিশুটি মারা যায়। শিশুটি জখমের কারণে মারা যায়, যা পশুটির আক্রমণে হয় বলে সন্দেহ করা হচ্ছে।  

শেলবি কাউন্টি শেরিফ অফিস বলছে, এক পশু চিকিৎসক দিয়ে সংকর পশুটিকে যন্ত্রণাহীন মৃত্যু দেওয়া হয়।  

শহরের মেয়র শিশুর মৃত্যুকে দুর্ভাগ্যজনক ও দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন।  

পুলিশ বলছে, ৯১১ নম্বরে কল করে প্রাণীর আক্রমণের কথা জানানোর পর স্থানীয় সময় দুপুর ১টার দিকে শিশুটির বাড়িতে তাদের ডাকা হয়েছিল।     

পরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। আক্রমণে সৃষ্ট জখমের কারণে শিশুটিকে সেখানে মৃত ঘোষণা করা হয়।  

পুলিশ বলছে, প্রাণীটি নেকড়ে-সংকর। শিশুটির পরিবার পোষা প্রাণী হিসেবে এটি রেখেছিল। শিশুটির মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত অব্যাহত রেখেছে তারা।

মেয়র পিকলসিমার বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে বলেন যে, ঘটনার সময় বাড়ির ভেতরে অন্যান্য শিশুও ছিল।

২০১৮ সালে ভার্জিনিয়ায় এমন একটি ঘটনা ঘটেছিল। আট দিনের এক শিশু তার পরিবারের তিন বছর বয়সী সংকর নেকড়ের আক্রমণের শিকার হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।