ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত   প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।  

সোমবার (১১ ডিসেম্বর) প্রশিক্ষণ চলাকালীন বিমানটি দক্ষিণ কোরিয়ার গুনসানে মার্কিন বিমান বাহিনী ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়।

 

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন এবং পরে তাকে উদ্ধার করা হয়।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ১৭৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসানের একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। একপর্যায়ে পরে সেটি (পীত সাগরের) পানিতে বিধ্বস্ত হয়।

তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি নিশ্চিত করতে পারেননি।  

এ বিষয়ে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক কর্মকর্তাদের মন্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় সিউলের দক্ষিণাঞ্চলে কৃষি এলাকায় বিধ্বস্ত হয়। সে সময়ও পাইলট নিরাপদে বের হয়ে যান।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।