ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় চিকিৎসক মায়ের ৯ সন্তান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, মে ২৫, ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় চিকিৎসক মায়ের ৯ সন্তান নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় এক চিকিৎসক মায়ের ৯ সন্তানের প্রাণ গেছে। ওই মায়ের নাম আলা আল-নাজ্জার।

তার স্বামী ও এক সন্তান আহত অবস্থায় বেঁচে গেছেন।

ব্রিটিশ সার্জন গ্রায়েমে গ্রুম বিবিসিকে বলেন, এটি অসহনীয় নিষ্ঠুরতা, বহু বছর ধরে শিশুদের জন্য কাজ করা একজন চিকিৎসক তার প্রায় সব সন্তান হারিয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা শুক্রবার খান ইউনিসে সন্দেহভাজন কিছু জায়গায় বিমান হামলা চালিয়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে পোড়া দেহ উদ্ধার করা হচ্ছে। বিবিসি ছবিটির সত্যতা যাচাই করেছে।

আইডিএফ বলছে, খান ইউনিস একটি বিপজ্জনক যুদ্ধ এলাকা। অভিযান শুরুর আগে ওই এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা।

শনিবার এক বিবৃতিতে আইডিএফ বলেছে, গাজায় একশরও বেশি লক্ষ্যবস্তুতে তারা হামলা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আলবোরশ এক্স হ্যান্ডলে জানান, আল-নাজ্জারের স্বামী তাকে কর্মস্থলে নামিয়ে বাসায় ফেরার পরপরই হামলাটি হয়।

তাদের সবচেয়ে বড় সন্তানের বয়স ছিলো ১২ বছর। শিশুদের বাবা নিজেও একজন চিকিৎসক, যিনি মারাত্মক আহত হয়েছেন বলে জানিয়েছেন গ্রুম।

তিনি বলেন, শিশুদের বাবার কোনো রাজনৈতিক বা সামরিক যোগসূত্র তো নয়ই, এমনকি তিনি সামাজিকমাধ্যমেও খুব একটা পরিচিত নন।

গ্রুম বলেন, ওই দম্পতির যে সন্তানটি বেঁচে আছে তার বয়স ১১। তার বাঁ হাত প্রায় ঝুলে ছিলো।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল শুক্রবার টেলিগ্রামে জানান, হামলার পর আল-নাজ্জারের বাসা থেকে তারা আটটি মৃতদেহ ও আহত কয়েকজনকে উদ্ধার করেছেন।

প্রাথমিকভাবে হাসপাতাল থেকে আট শিশুর মৃত্যুর খবর দেওয়া হয়েছিলো। দুই ঘণ্টা পর জানানো হয় যে মোট নয়টি শিশু মারা গেছে সেখানে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।