নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লাতিউ রাজ্য। সেখানে সংঘাত চলমান।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, গতকাল বুধবার রাজ্যের মানহু শহরের আশপাশে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘাতে ৩০ জন তো নিহত হয়েছেন, আহতও হয়েছেন বহু।
হামলায় বেঁচে যাওয়ারা বলেছেন, হামলাকারীরা নির্বিচারভাবে নারী-শিশুসহ সবার দিকে গুলি ছুড়ছিল। তারা বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে।
রাজ্যটিতে বর্তমানে কারফিউ চলছে। মঙ্গলবার রাজ্যটিতে সকাল-সন্ধ্যা কারফিউ জারি করা হয়। প্লাতিউ রাজ্যের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে রয়টার্স যোগাযোগ করার চেষ্টা করেছিল। কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এর আগে ২০২৩ সালের ২৫ ডিসেম্বর ওই অঞ্চলে দাঙ্গা-হাঙ্গামা হয়। সংঘর্ষে মৃত্যু হয় ১৪০ জনের।
জাতিগত গ্রুপ মাওঘাভুল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান জোসেপ গাওয়ানকাত এসব তথ্য নিশ্চিত করেছেন।
জাতিগত দ্বন্দ্ব ও কৃষক ও পশুপালকদের হামলায় নাইজেরিয়ার মধ্যাঞ্চলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ধর্মীয় ও জাতিগতভাবে বিভক্ত রাজ্যটিতে নানা সময় সংঘর্ষ ও সংঘাতে মারা গেছে কয়েক হাজার মানুষ।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এমজে