ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরান-সংশ্লিষ্ট ৮৫ স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
ইরান-সংশ্লিষ্ট ৮৫ স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরান সংশ্লিষ্ট ইরাক ও সিরিয়ার ৮৫টি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টায় (ইএসটি) এ হামলা চালানো হয়।

খবর বিবিসি টুইটারের (এক্স)।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্প কুদস ফোর্স (আইআরডিসি) এবং অনুমোদিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে।

এ হামলায় বি-১ বোমারু বিমান নামে পরিচিত দূরপাল্লার সামরিক বিমান ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী। তাদের বিমানবাহিনীর ওয়েবসাইটে এটিকে ‘আমেরিকার দূরপাল্লার বোমারু বাহিনীর মেরুদণ্ড’ হিসেবে আখ্যায়িত করা আছে। বিমানটি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়েছিল বলে জানা গেছে।

এছাড়া ইরাক ও সিরিয়ায় করা এই হামলায় সূক্ষ্ম নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও ব্যবহার করা হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমাদের প্রতিক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। এটি আমাদের পছন্দের সময়ে এবং জায়গায় চলতে থাকবে।

গত রোববার (২৮ জানুয়ারি) মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় তারা এ হামলা চালায়। টাওয়ার ২২ নামে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর ওই ঘটনায় তিন মার্কিন সেনা নিহত এবং ৪০ জনেরও বেশি কর্মী আহত হয়েছিলেন।

হামলার জন্য ইরানকে দোষারোপ করে বিপরীতে ‘খুবই ফলপ্রসূ প্রতিক্রিয়া’ দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিল হোয়াইট হাউস।

তবে হামলাটিতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে যুক্তরাষ্ট্রের এ অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয় ইরান।

 

CENTCOM Statement on U.S. Strikes in Iraq and Syria

At 4:00 p.m. (EST) Feb. 02, U.S. Central Command (CENTCOM) forces conducted airstrikes in Iraq and Syria against Iran’s Islamic Revolutionary Guards Corps (IRGC) Quds Force and affiliated militia groups. U.S. military forces… pic.twitter.com/HeLMFDx9zY

— U.S. Central Command (@CENTCOM) February 2, 2024

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।