ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের বারে গিটার বাজিয়ে গান শোনালেন ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ১৫, ২০২৪
ইউক্রেনের বারে গিটার বাজিয়ে গান শোনালেন ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বারে গিটার বাজিয়ে গান শুনিয়েছেন।  

স্থানীয় একটি ব্যান্ডের সঙ্গে তিনি নেইল ইয়ংয়ের ১৯৮৯ সালের জনপ্রিয় রকিং ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড গানটি গেয়ে শোনান।

খবর ফক্স নিউজের।  

এর আগে ব্লিঙ্কেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। রাশিয়ার বিরুদ্ধে চলমান লড়াইয়ে তারা যেন নিরুৎসাহিত না হন, সে আহ্বান জানান।

ব্লিঙ্কেন এই সফরে ইউক্রেনীয়দের আশ্বস্ত করেন, তারা একা নয়। কয়েক মাস রাজনৈতিক বিতর্ক শেষে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের সামরিক সহায়তা যুদ্ধক্ষেত্রে সত্যিকারের পার্থক্য গড়ে দেবে।  
 
কিয়েভ সফরে ব্লিঙ্কেন ইউক্রেনের নেতাদের বলেন, আরও অস্ত্র আসছে। কিছু অস্ত্র ইতোমধ্যে এসে পৌঁছে গেছে।  

যুদ্ধ শুরুর পর এটি কিয়েভে ব্লিঙ্কেনের চতুর্থ সফর। লড়াইয়ে ইউক্রেনের সংকল্পকে অবমূল্যায়ন করায় তিনি পুতিনের নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মে ১৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।