ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে দুই ব্রিটিশ সেনার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, জুন ৬, ২০১০

কাবুল: আফগানিস্তানে ব্রিটিশ মার্সিয়ান রেজিমেন্টের প্রথম ব্যটালিয়নের দুই সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার বিকেলে হেলমান্দ প্রদেশের নহর-ই সারাজ জেলায় বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই দুই সেনা নিহত হন।

এ নিয়ে আফগানিস্তানে যুক্তরাজ্যের নিহত সেনাসদস্য সংখ্যা ২৯০-এ দাঁড়ালো।

হেলমান্দ টাস্ক ফোর্সের লে. কর্নেল কার-স্মিথ এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, নিহতদের  আমরা স্মরণে রাখব।

বাংলাদেশ স্থানীয় সময়:১৫২১ঘন্টা,৫জুন,২০১০
এসআইএস/এএইচএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।