ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার উত্তরপ্রদেশে ধর্ষণের শিকার ১১ বছরের মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এবার উত্তরপ্রদেশে ধর্ষণের শিকার ১১ বছরের মেয়ে

ভারতের উত্তরপ্রদেশের বালিয়ায় ১১ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে এক তরুণ গ্রেপ্তার হয়েছেন। ধর্ষণের ভিডিও তিনি অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট করেন।

 

কর্মকর্তারা শুক্রবার (১৬ আগস্ট) এমনটি জানান। খবর দ্য হিন্দুর।

পুলিশ বলছে, ৬ আগস্ট ঘটনাটি ঘটে যেদিন মেয়েটি তার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেদিন অভিযুক্ত তরুণ ওই এলাকায় ছিলেন।  

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করলে রোববার (১১ আগস্ট)  একটি মামলা দায়ের করা হয়।  

ওই অঞ্চলের সার্কেল অফিসার মোহাম্মদ ফাহিম কুরাইশি বলেন, এক মেয়েকে ধর্ষণের মামলায় কাল্লু নামে ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের একটি দল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে জেলে পাঠায়।

এদিকে গত শুক্রবার ভারতের আর জি কর মেডিকেল কলেজে ৩১ বছর বয়সী এক নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার শিকার হন। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।