ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনে ১০ জন নিহত হয়েছেন।  দেশটির সুমি অঞ্চলের একটি আবাসিক ভবনে চালানো এই হামলায় নিহদের মধ্য ৮ শিশুও রয়েছে।

   

হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। এছাড়া আরেক ক্ষেপণাস্ত্র হামলায় অঞ্চলটির প্রধান শহর ও প্রশাসনিক কেন্দ্র বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

সুমি সামরিক প্রশাসনের প্রধান ভলোদিমির আর্টিউখ প্রশাসনের  সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, রোববার সন্ধ্যা সুমি শহরের জন্য নরকে পরিণত হয়েছিল, রাশিয়া আমাদের এই ভূমিতে ট্র্যাজেডি নিয়ে এসেছে।

দেশটির রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন জুড়ে বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করে বড় আকারের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভের পাশাপাশি দোনেৎস্ক, লভিভ এবং ওডেসাসহ বেশ কয়েকটি অঞ্চলে একাধিক লক্ষ্যবস্তুতে হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা, ডিটিইকে বলছে সংস্থার তাপবিদ্যুৎ কেন্দ্রগুলার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, যার ফলে অঞ্চল জুড়ে ব্ল্যাকআউট হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ও মিডিয়ার তথ্য অনুসারে, শনিবার রাতের সমন্বিত হামলাটি সেপ্টেম্বরের পর থেকে এই ধরনের সবচেয়ে বড় হামলা।

জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন, মোট ১২০টি ক্ষেপণাস্ত্র এবং ৯০টি ড্রোন এই হামলায় ব্যবহার করা হয়েছে।

রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আক্রমণের লক্ষ্য ছিল ইউক্রেনীয় সামরিক-শিল্প কমপ্লেক্সকে সহায়তাকারী প্রয়োজনীয় বিদ্যুৎ অবকাঠামো এবং তারা তাদের সমস্ত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে।  

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।