ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার অস্ত্রাগারগুলো গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
সিরিয়ার অস্ত্রাগারগুলো গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

সিরিয়ায় আসাদের পতনের পর দেশটির একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি আসাদের ফেলে যাওয়া ক্যামিকেল অস্ত্রসহ দূরপাল্লা রকেট ধ্বংস করতে এই হামলা চালানো হয়েছে।

 

তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু জানিয়েছে, সরকারি বাহিনীর বিভিন্ন স্থাপনার পাশাপাশি বিদ্রোহীদের দখলে থাকা ১০টি অস্ত্র ডিপো এবং সামরিক স্থাপনায়ও হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে কৌশলগত সামরিক স্থাপনা এবং অস্ত্র ডিপো রয়েছে বলে জানা গেছে।

আনাদোলু তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান দামেস্কের মেজ্জেহ সামরিক বিমানবন্দর, কুনেইত্রা গারা, মিনকেত আল-হাদাব, দামেস্ক নিরাপত্তা এলাকা, কুনেইত্রা টেল আল-শাম, দামেস্ক সামরিক বিজ্ঞান কেন্দ্র, দারার টেল আকরাবেহ, কালকালেহ সামরিক ঘাঁটি, দারার টেল আল-তালিব এবং ঘিতার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা'আরকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমাদের একমাত্র লক্ষ্য ইসরায়েল এবং এর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। তাই আমরা কৌশলগত অস্ত্র ব্যবস্থা, যেমন অবশিষ্ট রাসায়নিক অস্ত্র বা দীর্ঘপাল্লার মিসাইল এবং রকেট ধ্বংস করেছি, যাতে সেগুলো চরমপন্থীদের হাতে না পড়ে।

তাছাড়া দখলকৃত গোলান মালভূমির বাফার জোনে ইসরাইয়েলি বাহিনীর নিয়ন্ত্রণ নেওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান, এটি একটি সীমিত এবং অস্থায়ী পদক্ষেপ যা আমরা নিরাপত্তার স্বার্থে নিয়েছি।      

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, আসাদের পতনের পর সীমান্ত অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।