ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
চিলিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি।  

স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশটির মাউলি এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

যার রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পটি রাজধানী সান্তিয়াগোসহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়, তবে এখনো পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০০ কিলোমিটার (৬২ দশমিক ১৪ মাইল)।  

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

রাজধানী সান্তিয়াগোর বাসিন্দারা জানান, শুক্রবার তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন। ঘরের আসবাবপত্র এবং গাছপালা দুলছিল।

উল্লেখ্য, বিশ্বের মধ্যে অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ চিলি। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ২০১০ সালে ভয়ঙ্কর এক ভূমিকম্পে প্রাণ হারায় অন্তত ৫২৬ জন। এর প্রভাবে সেসময় সুনামিও সৃষ্টি হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯৯৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এসএএইচ
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।