ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশের দুই কর্মীর অখ্যাত প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ২৯ মিলিয়ন ডলার পেয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
বাংলাদেশের দুই কর্মীর অখ্যাত প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ২৯ মিলিয়ন ডলার পেয়েছে: ট্রাম্প

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) জানিয়েছে, বাংলাদেশের জন্য মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা- ইউএসএইডের যে অর্থ সহায়তা পাঠানোর কথা ছিল, সেটি বাতিল করা হয়েছে। সহায়তা প্রাপ্ত সংস্থা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।

কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের জন্য একটি অখ্যাত সংস্থার কাছে ২৯ মিলিয়ন ডলার পাঠানো হয়েছে। ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন। তারা এখন ধনী হয়ে উঠবেন।

গত ১৬ ফেব্রুয়ারি সহায়তা বাতিলের কথা জানায় ডিওজিই। আর গত ২১ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে ট্রাম্প বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার পাঠানো হয়েছে বলে জানান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

ওই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কী। এটির মানে কী?

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা চেক পেয়েছে। আপনারা ভাবতে পারেন? আপনার ছোট সংস্থা আছে। আপনি এখানে ১০ হাজার পান, ওইখানে ১০ হাজার পান। আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে ২৯ মিলিয়ন ডলার পেয়েছি (বাংলাদেশকে দেওয়ার জন্য)। ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন। আমি মনে করি তারা খুবই ধনী, এখন আরও ধনী হয়ে উঠবেন। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে।

বন্ধুরাষ্ট্র ভারতকে অর্থ সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য।  তিনি বলেন, ‘আমরা ভারতের জন্য ২১ মিলিয়ন ডলার দিচ্ছি ভোটার উপস্থিতির জন্য। আমাদের কী হবে? আমিও তো চাই ভোটার উপস্থিতি বাড়ুক। ’

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।