যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি শহরের কাছে একটি ছোট বিমান একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় প্লেনের সব আরোহী নিহত হয়েছেন এবং বাড়িটিতে আগুন লেগে যায়।
স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) দুর্ঘটনাটি ঘটে। যুক্তরাষ্ট্রের আইওয়া থেকে মিনেসোটায় যাচ্ছিল ছোট বিমানটি। পথে মিনিয়াপলিসের একটি শহরতলির একটি বাড়িতে বিধ্বস্ত হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, একক ইঞ্জিনের এসওসিএটিএ টিবিএম৭ নামের প্লেনতে কতজন আরোহী ছিলেন তা এখনও জানা যায়নি। তবে রিপোর্টে বলা হয়েছে যে যাত্রীদের মধ্যে কেউ বেঁচে নেই।
ব্রুকলিন পার্কের ফায়ার চিফ শন কনওয়ে জানিয়েছেন, ঠিক কতজন যাত্রী বিমানে ছিলেন তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। আগুন লাগা বাড়ির ভেতরে থাকা সবাই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন বলে জানান তিনি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি আইওয়ার ডেস মইনস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মিনিয়াপোলিসের আনোকা কাউন্টি-ব্লেইন বিমানবন্দরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে এটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, বড় গাছঘেরা একটি বাড়িতে আগুন জ্বলছে। পাশাপাশি, আরেকটি ভিডিওতে ঘটনাস্থল থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। আশপাশের বাড়িগুলো আগুনের ক্ষতির শিকার হয়নি। তিনজন দমকলকর্মী পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন।
জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এফএএর সহায়তায় দুর্ঘটনার তদন্ত করবে।
এনটিএসবি জানিয়েছে, তদন্তকারীরা পৌঁছে প্লেনের ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করবেন এবং দুর্ঘটনার কারণ নির্ণয়ে কাজ করবেন। তদন্তে পাইলট, প্লেন ও আবহাওয়াসহ অন্যান্য বিষয় গুরুত্ব পাবে। এনটিএসবি ফ্লাইট ট্র্যাকিং ডেটা এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ড সংগ্রহ করবে বলে জানিয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এসএএইচ
Minnesota Plane Crash: A tragic plane crash shook Brooklyn Park, Minnesota, when a single-engine SOCATA TBM7 slammed into a home at 10792 Kyle Avenue just after noon on Saturday. The aircraft, en route from Des Moines International Airport to Anoka County-Blaine Airport, erupted… pic.twitter.com/w4GitAqIVt
— John Cremeans (@JohnCremeansX) March 30, 2025