ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে আগুন, দগ্ধ ৩৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে আগুন, দগ্ধ ৩৩

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘পেট্রোনাস’-এর একটি গ্যাস পাইপলাইনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৩৩ জন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) দেশটির রাজধানী কুয়ালালামপুরের সেলাঙ্গর ফায়ার বিভাগের কর্মকর্তারা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স ও সিএনবিসির

বার্তা সংস্থাটি জানিয়েছে, অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে গুরুতর ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।

ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওতে দেখা গেছে, আগুন কুণ্ডুলী পাকিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। বিশাল কমলা রঙের শিখা জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, পুচং শহরে প্রায় ৫০০ মিটার লম্বা একটি পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পেট্রোনাস জ্বলন্ত পাইপলাইনের ভালভ বন্ধ করে দিয়েছে।

সেলাঙ্গর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজওয়ান হালিমি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কাম্পুং কুয়ালা সুঙ্গাই বারুতে ঘরবাড়িতে লোকজন আটকা পড়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।  

এদিকে পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ‘পেট্রোনাস’। সেলাঙ্গর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুনের ফলে বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
এসএএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।