ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ৫১

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্লেটু রাজ্যের বাসসা জেলায় সোমবার ভোরে সশস্ত্র হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মাত্র দুই সপ্তাহ আগে রাজ্যের অন্য এক অংশে সংঘর্ষে আরও বহু মানুষ প্রাণ হারান।

গত সপ্তাহে জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইমএ) জানায়, প্লেটু রাজ্যে কয়েকদিন ধরে চলা একাধিক হামলায় কমপক্ষে ৫২ জন নিহত এবং প্রায় ২,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এলাকাটি দীর্ঘদিন ধরে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষের জন্য পরিচিত।

সোমবার, স্থানীয় বাসিন্দারা জানান, বাসসা জেলার জিক্কে ও কিমাক্পা গ্রাম থেকে ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দা জোসেফ চুদু ইয়ঙ্কপা  দাবি করেন হামলাকারীরা ছিল পশুপালক, তিনি বলেন,
এখনই গণকবর দেওয়া হচ্ছে। এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোক বিরাজ করছে।

ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি একে “ভয়ংকর হত্যাযজ্ঞ” হিসেবে আখ্যা দিয়ে বলেছে, নিরাপত্তা ব্যবস্থায় চরম গলদ ছিল, যার সুযোগ নিয়ে হামলাকারীরা নির্বিঘ্নে এই বর্বরতা চালায়। শুধু জিক্কে নয়, আশপাশের গ্রামগুলোতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ঘরবাড়ি লুটপাট ও ধ্বংসসাধন করা হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ