ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

হামলায় রণতরী থেকে সাগরে পড়লো মার্কিন যুদ্ধবিমান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, এপ্রিল ২৯, ২০২৫
হামলায় রণতরী থেকে সাগরে পড়লো মার্কিন যুদ্ধবিমান! হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান। ছবি সংগৃহীত

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, তাদের একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান থেকে লোহিত সাগরে পড়ে গেছে।  

এক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএন তাদের এক প্রতিবেদনে জানায়, হুতি বিদ্রোহীদের হামলা এড়াতে ট্রুম্যান হঠাৎ কড়া বাঁক নেয়, যার ফলে যুদ্ধবিমানটি ছিটকে সাগরে পড়ে যায়।

এদিকে হুতি বিদ্রোহীরা সোমবার দাবি করে, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ট্রুম্যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ট্রুম্যান বর্তমানে হুতি বিরোধী একটি বড় সামরিক অভিযানের অংশ হিসেবে লোহিত সাগরে মোতায়েন রয়েছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, সব নাবিক নিরাপদ রয়েছেন, তবে একজন সামান্য আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যখন এফ/এ-১৮ই যুদ্ধবিমানটি হ্যাঙ্গার-বেতর দিকে টেনে নেওয়া হচ্ছিল, তখন বিমানবাহী রণতরীটি হঠাৎ কড়া বাঁক নেওয়ায় টো-ট্র্যাক্টর ও যুদ্ধবিমান উভয়ই সাগরে পড়ে যায়। সেসময় দায়িত্বরত নাবিকরা দ্রুত নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হন।

আরেকজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন, বিমানটি ইতোমধ্যে সমুদ্রের তলায় ডুবে গেছে। একটি এফ/এ-১৮ যুদ্ধবিমানের দাম ৬ কোটি মার্কিন ডলারেরও বেশি।

মার্কিন নৌবাহিনী বলেছে, এই ঘটনার পরও স্ট্রাইক গ্রুপ ও তার বিমানবহর অভিযানের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, হুতি বিদ্রোহীরা আগেও বারবার ট্রুম্যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রুম্যান একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কাও খায়, তবে তখন কোনো আহতের খবর পাওয়া যায়নি। এর আগে, গত ডিসেম্বরে, ইউএসএস গেটিসবার্গ ভুল করে ট্রুম্যানের আরেকটি এফ/এ-১৮-এ গুলি চালিয়ে দেয়।

সূত্র: সিএনএন

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।