ভারতের রাজধানী নয়াদিল্লির জনপ্রিয় মার্কেট দিল্লি হাটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে ২৫ থেকে ৩০টি স্টল।
বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, অগ্নিকাণ্ডের ছবিতে বাজারের স্টলগুলোর ওপরে ঘন ধোঁয়ার বিশাল মেঘ দেখা যাচ্ছে। ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে দিল্লি ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
এ বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টা ৫৫ মিনিটে দিল্লি হাটে আগুন লাগে। ঘটনাস্থলে তাদের ১২টি ইউনিট কাজ করছে। তবে এখনও পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে দিল্লির মন্ত্রী কপিল মিশ্র জানান, আগুন এখন নিভিয়ে ফেলা হয়েছে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমি দিল্লি হাটে যাচ্ছি।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ দিল্লির আইএনএ-তে অবস্থিত এই বাজারে প্রায় ২৫ থেকে ৩০টি স্টল সম্পূর্ণরূপে পুড়ে গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন ব্যবসায়ী তাদের মালামাল হারিয়েছেন।
এই বাজারটি ভারতের একটি গ্রামীণমুখী হস্তশিল্প বাজার হিসেবে পরিচিত। এখানে সারা দেশের বিভিন্ন প্রদেশের হস্তশিল্প ও খাদ্যদ্রব্যের স্টল রয়েছে।
এসআইএস